কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে ইউনিয়নের বহলতলী লালগোলা ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করেন বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খুটাখালী ইউনিয়নের বহলতলী এলাকার মেধের খালে পাড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে ছিল। স্থানীয় লোকজন খবর দিলে বেলা ৩টার দিকে নৌ পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। লাশের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে আশপাশে রক্তের ছোপ দেখা গেছে। অনেক সময় পানিতে পড়লে নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হবে।’
এসআই মোশারফ হোসেন আরও বলেন, লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। খালের পাড়ে লাশটি কোথা থেকে এসেছে, তা জানা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।