কক্সবাজারের টেকনাফে সৈয়দ আহমদ (৪০) নামের এক রোহিঙ্গা নেতাকে অপহরণের পরে গুলি করে আহত করার অভিযোগে পুঁতিয়া গ্রুপের সাত রোহিঙ্গা দুর্বৃত্তকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার সন্ধ্যার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবির থেকে তাদের আটক করা হয়। তাঁরা সবাই নয়াপাড়া নিবন্ধিত শিবিরের আশ্রিত রোহিঙ্গা।
আটকেরা হলেন, সৈয়দ করিম (৪০), মো. সালাম (২৭), মো. ইসমাইল (২৬), মো. রফিক (৪৩), মো. রুবেল (২৩), মো. ইসমাইল (৪৬) ও শমসিদা বেগম (২৩)।
১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম জানান, শুক্রবার (৩০ জুলাই) বিকেলে নয়াপাড়া নিবন্ধিত শিবিরের এইচ ব্লকের সহকারী মাঝি মো. সুলতানের ছেলে সৈয়দ আহমেদ নামের এক রোহিঙ্গা নেতাকে অপহরণ করে। পরে এপিবিএন সদস্যদের তৎপরতায় গুলিবিদ্ধ অবস্থায় ওই রোহিঙ্গা নেতাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এপিবিএন সদস্যদের একাধিক দল সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করে দুর্বৃত্তদের আটক করে। তাঁরা সবাই পুতিয়া গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
এসপি তারিক জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, অপহৃত ওই রোহিঙ্গা নেতাকে শুক্রবার সন্ধ্যায় শালবাগান ছড়া থেকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।