হোম > সারা দেশ > কক্সবাজার

বাজারে ইফতারের সময় যুবককে তুলে নিয়ে ছুরিকাঘাতে হত্যা 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় আব্দুর রহমান (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রিভার্জপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে মালুমঘাট বাজার থেকে তাঁকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত আবদুর রহমান পূর্ব ডুমখালী এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে। তিনি মালুমঘাট ডুমখালী এলাকার আমির হোসেন হত্যা মামলার ২ নম্বর আসামি। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে বেরিয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ (সোমবার) উপজেলার মালুমঘাট বাজারের একটি হোটেলে ইফতার করার প্রস্তুতি নিচ্ছিল আব্দুর রহমানসহ আরও কয়েকজন। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে ৮-৯ জন দুর্বৃত্ত আব্দুর রহমানকে পার্শ্ববর্তী রিজার্ভপাড়ায় নিয়ে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ইফতারের আগে আব্দুর রহমানকে তুলে নিয়ে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে। তাঁর চোখ, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এখন ঘটনাস্থলে আছি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে