কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির থেকে ২ লাখ ৬৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫। আজ শুক্রবার অভিযান চালিয়ে ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব রোহিঙ্গা শিবিরে অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি চালিয়ে মাটির নিচে লুকানো রাখা অবস্থায় ইয়াবা উদ্ধার করা হয়।
আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরও বলেন, অভিযানকালে দুজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।