কক্সবাজারের রামু উপজেলার সোনাইছড়ি খালে পানির স্রোতে ভেসে যাওয়া কৃষক শামসুল আলমের (৫০) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ৩টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা এলাকা থেকে মরদেহটি ভেসে ওঠে।
নিহত শামসুল আলম জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা বাঁচা মিয়ার ছেলে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে গরু নিয়ে বাড়ি ফেরার সময় খালের প্রবল স্রোতে ভেসে যান শামসুল আলম। ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন।
শনিবার সকালে রামু ফায়ার সার্ভিস এবং বিকেলে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাঁর কোনো খোঁজ মেলেনি। দুই দিন পর রোববার বিকেলে খালে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। পরে স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।