হোম > সারা দেশ > কক্সবাজার

বাড়ি ঘিরে বিজিবির অভিযান, মিলল ৬৯টি বোমা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে এক বাড়িতে অভিযান চালিয়ে ৬৯টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার ভোররাতে হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকার এক জরাজীর্ণ বাড়িতে এই অভিযান চালানো হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ফুলের ডেইলের একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন দুষ্কৃতকারী দেশীয় বোমা তৈরির সরঞ্জামসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ভোরে লে. কর্নেল আশিকুরের নেতৃত্বে একটি দল বাড়িটি ঘিরে অভিযান পরিচালনা করে। এ সময় কঠোর নিরাপত্তায় আশপাশের এলাকাও ঘিরে ফেলা হয়।

প্রায় তিন ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে একটি জরাজীর্ণ ঘরের ভেতর থেকে ৬৯টি হাতবোমা, এক কেজি ছয় গ্রাম সালফার, এক কেজি তিন গ্রাম লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম তার, একটি প্লাসসহ দুজনকে আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির আঙিনায় অবস্থানরত অপর দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যান।

অভিযুক্ত দুজন হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবুরকান্দি গ্রামের মো. সম্রাট প্রধান এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ গারমোরা গ্রামের মো. অন্তর।

দুজনকে জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে লে. কর্নেল আশিকুর বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করে আসছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাস, নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য এসব বোমা তৈরি করা হচ্ছিল।

অভিযুক্তদের জব্দ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড