হোম > সারা দেশ > কক্সবাজার

কুতুবদিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় ৫ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে মোকারম (৭) ও জান্নাতুল বকেয়া (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার বেলা ১১টা ও বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের একই ওয়ার্ডে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত মোকারম ওই ইউনিয়নের ভাইগ্যার পাড়ার নুরুল আবছারের ছেলে ও জান্নাতুল বকেয়া জুলেখা বিবি পাড়ার মো. ইকবালের মেয়ে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই এলাকার নুরুল আবছারের দুই ছেলে বাড়ির পাশে পরিত্যক্ত লবণ চাষের জমিতে মাছ ধরতে যায়। একপর্যায়ে ছোট ভাইয়ের অজান্তে মোকারম পানিতে ভরপুর একটি লবণের গর্তে পড়ে যায়। 

দীর্ঘক্ষণ পর স্থানীয়দের সহায়তায় সেই গর্ত থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিপ্লব বড়ুয়া শিশুটি মৃত বলে ঘোষণা করেন। 

অপরদিকে একই ইউনিয়নের জুলেখা বিবির পাড়ার মো. ইকবালের মেয়ে জান্নাতুল বকেয়া পিতা মাতার অজান্তে খেলার ছলে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত বলে ঘোষণা করেন। 

দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য তোফাইল আহমেদ একই দিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা

মিয়ানমারে পাচারকালে ৩৭৫ বস্তা সিমেন্টসহ আটক ৮

কক্সবাজারে হলো এসএমসির বার্ষিক বিক্রয় সম্মেলন

কক্সবাজারে বিউটি সেলুন থেকে তরুণীর মরদেহ উদ্ধার

১০ মাস পর সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু, তিন জাহাজে গেলেন ১২০০ পর্যটক

৬ শিশু-কিশোরকে তুলে নিয়ে গেল অস্ত্রধারীরা, কৌশলে ফিরে এল দুজন