কক্সবাজারের টেকনাফে ছদ্মবেশে অভিযান চালিয়ে দুটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত মো. আবুল কাশেম নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে হ্নীলা ইউনিয়নের উত্তর দমদমিয়ার মাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
আবুল কাশেম স্থানীয় এজাহার মিয়ার (মৃত) ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘মডেল থানার এসআই হুসাইন আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ছদ্মবেশে অভিযান পরিচালনা করে পৃথক দুটি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করে।’
গ্রেপ্তার বৃদ্ধের বরাত দিয়ে ওসি জানান, তিনি ১০ বৎসর আগে কারাগার থেকে জামিন পেয়ে পরিচয় গোপন করে বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছেন। একপর্যায়ে দমদমিয়া মাজারের খাদেম হন। লম্বা চুল ও দাড়ি রাখেন।
আবুল কাশেমকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।