হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে শহরের অদূরে মেরিন ড্রাইভ-সংলগ্ন এলাকায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ছড়া দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তির নাম মনির আলম (৫০)। তিনি ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে সমীর রঞ্জন সাহা বলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হিমছড়ি সংরক্ষিত বনে বন্য হাতির বিচরণ রয়েছে। মাঝেমধ্যে হাতি লোকালয়ে চলে আসে। আজ ভোরে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় আতঙ্কিত লোকজন বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানায়। 

এই রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, বনকর্মীরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন হাতি তাড়ানোর চেষ্টা চালায়। এ সময় দলছুট বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বনরক্ষীরা স্থানীয়দের সহায়তায় হাতিটিকে গহিন বনে ফিরিয়ে দিতে সক্ষম হন। মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড