হোম > সারা দেশ > কক্সবাজার

লবণখেতে কাজের সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মগনামা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩০) ও রাজাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছরিপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. আরাফাত (১২)। 

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, রাতে বৃষ্টিপাত শুরু হলে লবণ ঢেকে রাখতে গিয়ে বজ্রপাতে দিদারের মৃত্যু হয়েছে। 

প্রায় একই সময়ে রাজাখালীতে লবণ মাঠে আরাফাতের মৃত্যু হয়। সেও বৃষ্টির সময় বজ্রপাতে মারা যায় বলে জানান তিনি। 

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, রাজাখালী ও মগনামা এলাকা থেকে দুজন শ্রমিককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। 

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় বলেন, ভোর রাতে লবণ মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিক মারা গেছেন। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১