হোম > সারা দেশ > কক্সবাজার

হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় পুলিশ ও চেয়ারম্যানের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।

আজ সোমবার বেলা ৩টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় এ ঘটনা ঘটে। চেয়ারম্যানকে বহন করা পুলিশ ভ্যান সদর থানায় ঢোকার সময় তাঁর কর্মী-সমর্থকেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।

জানা গেছে, গ্রেপ্তার চেয়ারম্যান আবদুল্লাহ আওয়ামী লীগ সমর্থিত। তাঁকে ১৮ জুলাই কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আহসান হাবীব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান আবদুল্লাহকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করার জন্য নিয়ে আসে। পুলিশের গাড়ি থেকে নামানোর সময় আবদুল্লাহর সন্ত্রাসী বাহিনী তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, গত ১৮ জুলাই কক্সবাজার শহরের লালদীঘির পাড় বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় গুলিতে মারা যান আহসান হাবীব নামের এক তরুণ। ওই তরুণ বিআরবি কেব্‌লের কর্মচারী ছিলেন। এ ঘটনায় আহসান হাবীব হাসানের বাবা হেলাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা দায়ের করেছেন। এ মামলার তদন্তে জড়িত থাকার তথ্য পাওয়ায় আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১