কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক সংস্থা জেনোসাইড ওয়াচের প্রতিনিধি দলের সদস্যরা। আজ রোববার বেলা ১১টার দিকে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেগরী এইচ স্ট্যানটনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
এ সময় তারা ক্যাম্প ইনচার্জের সঙ্গে দেখা করেন। পরে ২০১৭ সালে মিয়ানমারে গণহত্যা চলাকালীন পরিস্থিতি সম্পর্কে কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা।
টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্যাম্পের ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ/ ১ ব্লক ঘুরে দেখেন।