হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারকে যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা যত্রতত্র গাড়ি স্ট্যান্ডসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় সড়কে নিয়ম না মেনে পার্কিং করা অর্ধশত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

দুপুর ১২ টার দিকে কক্সবাজার আদালত প্রাঙ্গণের কেন্দ্রীয় জামে মসজিদ সড়ক দিয়ে অভিযান শুরু করেন পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে পৌর কর্তৃপক্ষ। 

প্রথম দিন জেলা সদর হাসপাতালের মোড় হয়ে ভোলা বাবুর পেট্রোলপাম্প, পুরোনো পান বাজার সড়ক, কৃষি অফিস সড়ক হয়ে প্রধান সড়কের ফজল মার্কেট এলাকার সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।   

অভিযানে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার সালাম, প্যানেল মেয়র-১ সালাউদ্দিন সেতু, কাউন্সিলর মিজানুর রহমান ও এহেসান উল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গল ও গতকাল বুধবার শহরের অলিগলিতে মাইকিং করে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা স্থাপনা সরিয়ে ফেলার জন্য পৌরসভার পক্ষ থেকে অনুরোধ করা হয় বলে জানান মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, কক্সবাজার শহরে যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল হয়ে যাওয়ায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এক-দেড় কিলোমিটার সড়ক যেতে এক থেকে দুই ঘণ্টা সময় নষ্ট হচ্ছে। হাসপাতালে  মুমূর্ষু রোগী ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী যেতে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে। 

মেয়র বলেন, দেড় মাস আগে আমি মেয়রের দায়িত্ব নিয়েছি। নির্বাচনে ওয়াদা দিয়েছিলাম কক্সবাজারকে একটি পর্যটনবান্ধব ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলব। এ জন্য অবৈধ দখলদারদের স্বেচ্ছায় দখল ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে প্রচারণা চালিয়েছি। অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগও করেছি। 

অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে মেয়র মাহাবুব বলেন, পৌরসভার নালা-নর্দমা, জমিও দখল মুক্ত করা হবে। একই সঙ্গে উচ্ছেদ করার পর নতুন করে যাতে দখল না হয় সে জন্য ৩টি মনিটরিং কমিটি করা হয়েছে। যখন দখল, তখন উচ্ছেদ চালানো হবে। প্রয়োজনে রাতেও  অভিযান চালানো হবে। 

কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযানে জব্দ করা মোটরসাইকেলগুলোর মালিককে সংশ্লিষ্ট আইনে জরিমানা করা হবে।’

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা