হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ৩ শিশু-কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে গিয়ে ছয় ঘণ্টার ব্যবধানে দুই শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই শিশু শহরের নাজিরারটেক এলাকার খালে খেলতে নেমে ভেসে সাগরে চলে যায়। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনার পর রাত ৯টার দিকে শাহীন বিচ থেকে একজন এবং রাত ১২টায় নাজিরারটেক সৈকতে আরকেজনের মরদেহ ভেসে ওঠে। মৃতরা হলো পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়ার মোহাম্মদ মফিজের ছেলে মোহাম্মদ জায়েদ (৪) এবং একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ রিয়াদ উদ্দিন (৫)।

অন্যদিকে শহরের সিগাল পয়েন্টে গোসল করতে নেমে তানভীর উল হক তামিম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তামিম কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার নুরুল হকের ছেলে এবং বায়তুশ শরফ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। 

এ সময় মোহাম্মদ মাহিম (১৩) নামের আরও একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাহিম কক্সবাজার শহরের জেলগেট এলাকার নুরুল ইসলাম ভুট্টোর ছেলে এবং উত্তরণ মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। 

তামিমের বন্ধু ইকবাল নাহিদ জানায়, বিকেলে তারা ছয় বন্ধু টায়ার টিউব নিয়ে সিগাল পয়েন্টে গোসল করতে নামে। তাদের মধ্যে তিনজন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ও তিনজন উত্তরণ মডেল স্কুলের ছাত্র। গোসলের একপর্যায়ে তামিম ও মাহিম হঠাৎ স্রোতের টানে ভেসে যায়। খবরটি তারা তাৎক্ষণিকভাবে লাইফগার্ড কর্মীদের অবহিত করে। 

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল বলেন, নাজিরারটেক শুঁটকিপল্লী দিয়ে প্রবাহিত খালে খেলতে নেমে দুই শিশু সাগরে ভেসে যায়। পরে সৈকতের দুই পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

বিচের কর্মী বেলাল হোসেন আজকের পত্রিকাকে জানান, প্রায় সময় সিগাল পয়েন্টে গোসলে নেমে দুর্ঘটনা ঘটে। এই পয়েন্টে ঝুঁকি থাকার কথা বললেও কেউ শোনে না। এ বছর গোসলে নেমে এই তিনজনসহ ১০ জনের মৃত্যু হয়েছে। 

সি-সেভ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান জানান, খবর পেয়ে প্রথমে মাহিম ও পরে তামিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। 

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক