কক্সবাজারের টেকনাফে ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও একটি কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি। গতকাল রোববার রাতে উপজেলার নাজিরপাড়ায় এ অভিযান চালানো হয়। বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
মহিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের একটি চালান পাচার হয়ে আসার খবর পায় বিজিবি। এ খবরের ভিত্তিতে বিজিবি অভিযান চালায়। রাতে মাদক কারবারিরা একটি নৌকা নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। এ সময় বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে নৌকা ফেলে তারা নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
বিজিবির অধিনায়ক বলেন, পরবর্তী সময়ে টহলদল নৌকায় তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা একটি বস্তা থেকে ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। জব্দ আইস ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।