হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার পৌর নির্বাচন: শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চার স্তরের ব্যাপক নিরাপত্তাবলয়ের মধ্যে শান্তিপূর্ণভাবে চলছে কক্সবাজার পৌরসভা নির্বাচন। আজ সোমবার সকাল ৮টা থেকে পৌর এলাকার ১২টি ওয়ার্ডের ৪৩টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। 

নাগরিকদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে এরই মধ্যে ভোটকেন্দ্রগুলোতে ৭৯০ জন পুলিশ, ৭ প্লাটুন বিজিবি, ১২ ওয়ার্ডে ১২টি র‍্যাবের পেট্রোল টিম, ১২ ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সঙ্গে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। 

পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পৌরসভার প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি আর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা একটু বেশি।

এদিকে সকালে ভোট গ্রহণ শুরুর পর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সৈকত বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদ। একই ওয়ার্ডের ওমেদ আলী বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবুর রহমান মাবু।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোছাইন বলেন, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হবে বলে আশা করেন এই কর্মকর্তা।

কক্সবাজার পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী), ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্রসহ পাঁচজন, কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও মহিলা ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১