কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে মোহাম্মদ নুরুনবী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের বারোআউলিয়ানগর গ্রামের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ নুরুনবী কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বারোআউলিয়ানগর গ্রামের মৃত আকবর আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা গিয়াস উদ্দিন। তিনি বলেন, ‘রোববার রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় কাকারা ইউনিয়নের পাহাড়ি এলাকা বারোআউলিয়ানগর গ্রামে বাড়ির পাশে আম কুড়াতে গেলে বন্য হাতির আক্রমণের শিকার হন নুরুনবী। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’