হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় এলজিসহ গ্রেপ্তার ২ 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এ সময় তাঁদের কাছ থেকে দেশে তৈরি দুটি এলজি, একটি সিএনজিচালিত অটোরিকশা, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। এর আগে চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া লালব্রিজ এলাকা থেকে অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী নয়াপাড়া গ্রামের মো. সরওয়ার কামাল (৪২) ও চকরিয়া উপজেলা চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ গ্রামের আব্দুল কাদের (৪৫)।

র‍্যাব বলছে, মহেশখালী উপজেলার মাতারবাড়ী থেকে এক মাদক ব্যবসায়ী সিএনজিচালিত অটোরিকশায় করে মাদক নিয়ে চকরিয়া আসছিলেন। এ খবর পেয়ে র‍্যাব-১৫-এর আভিযানিক দল মহেশখালী-চকরিয়া সড়কের ইলিশিয়া লাল ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজিচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব তাঁকে আটক করে।

র‍্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে দেশে তৈরি দুটি অস্ত্র (এলজি), নগদ টাকা ও তিনটি মোবাইল ফোনসহ সরওয়ার কামালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব অস্ত্র চকরিয়ার দুজন ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছেন বলে জানান। অটোরিকশাসহ সরওয়ার কামালকে নিয়ে চকরিয়া ফায়ার সার্ভিস এলাকা থেকে আব্দুল কাদেরকে আটক করা হয়। এ সময় মো. বেলাল হোসেন (৪৮) ও নুরুল ইসলাম (৩২) নামের দুজন সদস্য পালিয়ে গেছেন।

মো. আবু সালাম চৌধুরী আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দুজন দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলেও স্বীকার করেছেন। আটকদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘দুটি এলজি, একটি অটোরিকশা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুজনকে থানায় হস্তান্তর করেছে। র‍্যাবের দেওয়া এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে।’

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা