হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে শিশু ধর্ষণের মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অর্থ না দিলে তাঁদের আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। 

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কক্সবাজারের টেকনাফের লেদা এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল আলম, জালাল আহমেদের ছেলে হেলাল উদ্দিন ও মো. কাশেমের ছেলে মমতাজ মিয়া। সবাই পলাতক রয়েছেন। এ মামলার প্রধান আসামি নুর মোহাম্মদের মৃত্যু হওয়ায় মামলা থেকে তাঁকে অব্যাহতি দিয়েছেন আদালত। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী একরামুল হুদা রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এর ফলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৫ এপ্রিল সাড়ে ৯ বছর বয়সী এক শিশু লেদার বন থেকে লাকড়ি কুড়িয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় টেকনাফ থানায় শিশুর বাবা আবদুল জব্বার বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ মামলায় ২০০৩ সালের ১ জুলাই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন টেকনাফ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক