হোম > সারা দেশ > কক্সবাজার

নাফনদী থেকে আটক ২ কিশোরকে ফেরত দিল আরকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি

আটক দুই কিশোরকে ফেরত দিল আরকান আর্মি। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশের দুই কিশোরকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার আরাকান আর্মি ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ওই দুই কিশোর কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইলের জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) ও একই গ্রামের মো. মনজুরের ছেলে আব্দুর রহমান (১২)।

বিজিবি জানিয়েছে, গত ১৩ আগস্ট হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-১২ থেকে আনুমানিক ৬০০ গজ উত্তর দিকে নাফনদীতে মাছ ধরতে যায় দুই কিশোর। সেখান থেকে তাদের আরাকান আর্মি আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে লে কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী আজকের পত্রিকাকে বলেন, ‘আটক দুজনের পরিবারের তথ্যের ভিত্তিতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে এবং সার্বক্ষণিক প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তাদের শুক্রবার বাংলাদেশে ফেরত আনা হয়। পরে বিজিবি দুই কিশোরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড