হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে জাইকার প্রতিনিধিদল

কক্সবাজার প্রতিনিধি

ঢাকার জাপান দূতাবাস ও জাইকার প্রতিনিধিদল আজ রোববার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করে। ছবি: আজকের পত্রিকা

ঢাকার জাপান দূতাবাস ও সাহায্য সংস্থা জাইকার পাঁচ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছে। আজ রোববার দুপুরে উপজেলার কুতুপালং ৪ নম্বর ক্যাম্প পরিদর্শন করে তারা।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাইকার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংস্থাটির দক্ষিণ এশিয়ার মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়া, জাইকা বাংলাদেশের প্রধান ইচিগুচি তোমোহিদ ও জাইকা বাংলাদেশের প্রোগ্রাম উপদেষ্টা কুরাহাশি কোজিরো।

প্রতিনিধিদলটি দুপুর সাড়ে ১২টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ওয়ান ব্লকে অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে ও বেসরকারি সংস্থা (এনজিও) কোডেক পরিচালিত ই-ভাউচার ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার পরিদর্শন করে। তারা সেখানে রোহিঙ্গাদের ই-কার্ড ব্যবহার করে চাল, ডাল, তেল, চিনি, ডিম ইত্যাদি খাদ্যসামগ্রী সংগ্রহ করার প্রক্রিয়া ঘুরে দেখে।

এরপর ক্যাম্প-৫-এর বি-৬ ব্লকে ‘ইউএন উইমেন’-এর অর্থায়নে ও এনজিও সংস্থা ‘অ্যাকশনএইড’ পরিচালিত উইমেনস মার্কেট ঘুরে দেখে তারা। সেখানে রোহিঙ্গা নারীদের সেলাই, হস্তশিল্প, কৃষিকাজ ও ক্ষুদ্র ব্যবসার প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করে এবং বাজারের ২৪টি দোকান ঘুরে দেখে। পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তারা।

এরপর বেলা ২টার দিকে ইউনিসেফের অর্থায়নে ও এনজিও ব্র্যাক পরিচালিত রোহিঙ্গা শিশুদের শিখন (লার্নিং) সেন্টার পরিদর্শন করে। বেলা ৩টার দিকে প্রতিনিধিদলটি ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের সি-১ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআরের অর্থায়নে এনজিও ফোরাম এবং সিএনআরএস পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট ও প্রোডাকশন সেন্টার পরিদর্শন করে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল