হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে জাইকার প্রতিনিধিদল

কক্সবাজার প্রতিনিধি

ঢাকার জাপান দূতাবাস ও জাইকার প্রতিনিধিদল আজ রোববার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করে। ছবি: আজকের পত্রিকা

ঢাকার জাপান দূতাবাস ও সাহায্য সংস্থা জাইকার পাঁচ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছে। আজ রোববার দুপুরে উপজেলার কুতুপালং ৪ নম্বর ক্যাম্প পরিদর্শন করে তারা।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাইকার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংস্থাটির দক্ষিণ এশিয়ার মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়া, জাইকা বাংলাদেশের প্রধান ইচিগুচি তোমোহিদ ও জাইকা বাংলাদেশের প্রোগ্রাম উপদেষ্টা কুরাহাশি কোজিরো।

প্রতিনিধিদলটি দুপুর সাড়ে ১২টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ওয়ান ব্লকে অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে ও বেসরকারি সংস্থা (এনজিও) কোডেক পরিচালিত ই-ভাউচার ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার পরিদর্শন করে। তারা সেখানে রোহিঙ্গাদের ই-কার্ড ব্যবহার করে চাল, ডাল, তেল, চিনি, ডিম ইত্যাদি খাদ্যসামগ্রী সংগ্রহ করার প্রক্রিয়া ঘুরে দেখে।

এরপর ক্যাম্প-৫-এর বি-৬ ব্লকে ‘ইউএন উইমেন’-এর অর্থায়নে ও এনজিও সংস্থা ‘অ্যাকশনএইড’ পরিচালিত উইমেনস মার্কেট ঘুরে দেখে তারা। সেখানে রোহিঙ্গা নারীদের সেলাই, হস্তশিল্প, কৃষিকাজ ও ক্ষুদ্র ব্যবসার প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করে এবং বাজারের ২৪টি দোকান ঘুরে দেখে। পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তারা।

এরপর বেলা ২টার দিকে ইউনিসেফের অর্থায়নে ও এনজিও ব্র্যাক পরিচালিত রোহিঙ্গা শিশুদের শিখন (লার্নিং) সেন্টার পরিদর্শন করে। বেলা ৩টার দিকে প্রতিনিধিদলটি ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের সি-১ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআরের অর্থায়নে এনজিও ফোরাম এবং সিএনআরএস পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট ও প্রোডাকশন সেন্টার পরিদর্শন করে।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে