হোম > সারা দেশ > কক্সবাজার

পাহাড়ে বসে সন্ত্রাসী তৎপরতা, অস্ত্রসহ গ্রেপ্তার ৩

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালী উপজেলার কালারমারছড়ার পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি দা, একটি ছোরা, বিশেষভাবে তৈরি দুইটি কুড়াল ও একটি গুলি রাখার পোচ উদ্ধার করা হয়।

শনিবার ভোরে উপজেলার কালারমালছড়ার ফকিরজোম সাকিনের মোস্তাক বাপের বাড়ি পাহাড়ের টিলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রস্তুতির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালারমালছড়ার ফকিরজোম পাড়ার মোহাম্মদ আমিনের ছেলে রশিদ মিয়া (৩৪), মো. আব্বাস (৪০) ও কলিম উল্লাহ (২৫)। এদের মধ্যে রশিদ মিয়া আত্মসমর্পণকৃত জলদস্যু এবং আব্বাস ইউনিয়ন যুবলীগের সভাপতি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) এএসপি বিল্লাল উদ্দিন জানান, কালারমালছড়ার ফকিরজোম সাকিনের মোস্তাক বাপের বাড়ি পাহাড়ের টিলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রস্তুতির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচটি দা, একটি ছোরা, বিশেষভাবে তৈরি দুইটি কুড়াল ও একটি গুলি রাখার পোচ উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা শেষে তাঁদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবু বক্কর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর