হোম > সারা দেশ > কক্সবাজার

ভাতিজার দায়ের কোপে চাচার দুই হাত বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি

জমিজমার বিরোধের জের ধরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ভাতিজার দায়ের কোপে চাচার দুই হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার ইফতারের পর খুরুশকুলের হাটখোলা পাড়ায় এঘটনা ঘটেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার দুই সহোদর বেদারুল আলম ও মোর্শেদ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে জমির বিরোধ চলে আসছিল। এ বিরোধে স্থানীয়ভাবে আপস মীমাংসাও হয়। কিন্তু আজ আবারও বাগ্বিতণ্ডার এক পর্যায়ে বেদারুলে ছেলে তারিফ হাসান চাচা মোর্শেদের (৩৬) ওপর হামলা চালায়। এতে মোর্শেদের এক হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এক হাত সামান্য ঝুলে রয়েছে। 

খুরুশকুলের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, গুরুতর আহত মোর্শেদকে কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। জমিজমার বিরোধে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা