হোম > সারা দেশ > কক্সবাজার

ভাতিজার দায়ের কোপে চাচার দুই হাত বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি

জমিজমার বিরোধের জের ধরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ভাতিজার দায়ের কোপে চাচার দুই হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার ইফতারের পর খুরুশকুলের হাটখোলা পাড়ায় এঘটনা ঘটেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার দুই সহোদর বেদারুল আলম ও মোর্শেদ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে জমির বিরোধ চলে আসছিল। এ বিরোধে স্থানীয়ভাবে আপস মীমাংসাও হয়। কিন্তু আজ আবারও বাগ্বিতণ্ডার এক পর্যায়ে বেদারুলে ছেলে তারিফ হাসান চাচা মোর্শেদের (৩৬) ওপর হামলা চালায়। এতে মোর্শেদের এক হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এক হাত সামান্য ঝুলে রয়েছে। 

খুরুশকুলের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, গুরুতর আহত মোর্শেদকে কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। জমিজমার বিরোধে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক