হোম > সারা দেশ > কক্সবাজার

বৈরী আবহাওয়া কেটেছে, সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকেরা ফিরেছেন

কক্সবাজার প্রতিনিধি

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আজ শনিবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এতে সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে চার দিন ধরে আটকে পড়া পর্যটকেরা সন্ধ্যায় টেকনাফে ফিরেছেন। 

গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। 

আজ সকালে টেকনাফের দমদমিয়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে এমভি বার আউলিয়া ৪১৪ জন ও এমভি কেয়ারি ২৪৩ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যায় জাহাজ দুটি পুনরায় টেকনাফ ঘাটে পৌঁছেছে বলে জানান বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর। 

হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, ‘চার দিন আগে আটকে পড়া পর্যটকেরা ফিরেছেন। আবহাওয়া অনুকূলে আসায় এই পথে প্রতিদিন জাহাজ চলাচলে আর বাধা নেই। পর্যটন মৌসুম উপলক্ষে পর্যায়ক্রমে অন্য জাহাজও চলাচল শুরু হবে।’ 

এক সপ্তাহ ধরে সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে দুই দফায় নৌ চলাচল বন্ধ রাখে টেকনাফ উপজেলা প্রশাসন। 

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘গতকাল শুক্রবার রাত থেকে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ নৌযান চলাচলে অনুমতি দেওয়া হয়। আজ দুটি জাহাজ যথাসময়ে ও নিরাপদে সেন্ট মার্টিন আসা-যাওয়া করেছে। এতে আটকে পড়া পর্যটকেরাও ফিরেছেন।’ 

গত ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এই পথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন। আজ যোগ হয়েছে আরেকটি জাহাজ। পর্যায়ক্রমে আরও কয়েকটি জাহাজ চলাচলের অনুমতি পাবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড