হোম > সারা দেশ > কক্সবাজার

১০০০ টাকার নোটে নৌকার সিল

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

নৌকা প্রতীকের সিলসহ ১০০০ টাকার একটি নোটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। ছবিতে নোটের উল্টো পিঠে থাকা প্রতীকের নিচে লেখা আছে হলদিয়াপালং ইউনিয়ন। এই ইউনিয়ন কক্সবাজার-৪ আসনের অন্তর্ভুক্ত। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে এই ছবি ছড়িয়ে পড়ে। একটি সাদা কাগজের ওপরে রাখা ছিল এই নোট এবং কাগজে লেখা ছিল ৩ নম্বর ওয়ার্ড-১২০০ জন। 

এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া নোটটির ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মধ্য। তাঁদের ধারণা, মূলত কালোটাকা দিয়ে ভোট কেনা হচ্ছে—এমন বিষয়টি বোঝাতে ফেসবুকে ছবিটি ছড়ানো হয়। যদিও এই টাকার অস্তিত্ব নিয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি। 

ফেসবুকে টাকার ছবি ছড়ানোর বিষয়টি সত্য নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘ফেসবুকে টাকার ছবিটি দেখেছি। আমরা বিষয়টির ব্যাপারে খোঁজ নিয়েছি। বাস্তবে এখন পর্যন্ত নোটটির কোনো অস্তিত্ব মেলেনি এবং কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি।’ 

কালো টাকা ছড়ানোসহ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে কোনো অপতৎপরতার তথ্য থাকলে অভিযোগ দেওয়ার অনুরোধ করেন ইউএনও এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

কক্সবাজার-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য ও আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার। টাকাটি প্রসঙ্গে জানতে চেয়ে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। 

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী, তবে শাহীনের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর।

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি