হোম > সারা দেশ > কক্সবাজার

ভাসানচর থেকে পালিয়ে টেকনাফ শিবিরে ফিরলেন ৩ রোহিঙ্গা

প্রতিনিধি

টেকনাফ (কক্সবাজার): ভাসানচর থেকে টেকনাফের উনচিপ্রাং শিবিরে পালিয়ে এসেছেন দুই নারীসহ তিনজন রোহিঙ্গা। গতকাল রোববার দিবাগত রাতেই তারা হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা শিবিরে চলে আসেন।

পালিয়ে আসা রোহিঙ্গারা হলেন, উনছিপ্রাং শিবিরের মো. আলমের কন্যা ফাতেমা আক্তার (১৮), আহমেদ হোছেনের ছেলে মো. হানিফ প্রকাশ জোবায়ের (২২) ও আবুল কালামের কন্যা শফিকা (১৮)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, দালাল চক্রের মাধ্যমে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছেন। সেখান থেকে পালিয়ে উনচিপ্রাং ক্যাম্পে বসবাসরত তাদের পরিবারের অন্য সদস্যদের কাছে তারা আশ্রয় নিয়েছেন। এক বছর আগে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার সময় তাদের আটক করেছিল নৌ–বাহিনী। পরে প্রশাসনের হস্তক্ষেপে তাদের ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল। ভাসানচর থেকে আবার পালিয়ে আসার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ক্যাম্প ইনচার্জকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে উনছিপ্রাং ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) রাশেদুল হাসান জানান, মূলত তারা পরিবারের টানে এখানে পালিয়ে এসেছেন। তাদের পুরো পরিবার এই শিবিরে আছেন। এর আগেও নুরুল আমিন নামের এক রোহিঙ্গা চলে এসেছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১