হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১ 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের উত্তরপাড়া এলাকায় জমি ও বসতভিটাসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মোহাম্মদ হোসেন (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তরপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম। মোহাম্মদ হোসেন ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। 

নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন জানান, পৈতৃকভাবে পাওয়া বসতভিটা ও জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর স্বামীর বড় ভাই মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিরোধ চলছিল। তাঁর স্বামী মোহাম্মদ হোসেন স্থানীয়ভাবে সালিসে সমাধান না পেয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ করেছিলেন। থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাড়ির সামনে দোকানে এসে ইউনুস ও তাঁর ছেলে ওসমানসহ ৮-১০ জন দা, কিরিচ, লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তাঁর স্বামীকে হত্যা করে। তাঁর ছেলে মো. দেলোয়ারের অবস্থাও আশঙ্কাজনক। 

বড় ভাই মোহাম্মদ ইউনুস ও তাঁর সহযোগীরা পলাতক থাকায় বক্তব্য পাওয়া যায়নি। 

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়িতে তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সালিস চলমান ছিল। মূলত ওই ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হন মোহাম্মদ হোসেন। এতে এক পক্ষের মো. দেলোয়ার ও প্রতিপক্ষেরে ওসমান আহত হন। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক ভাই মোহাম্মদ হোসেন নিহত হন। আমরা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’ 

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক