হোম > সারা দেশ > কক্সবাজার

ফটো সাংবাদিক কাকলী প্রধানের ১০০ নদীর আলোকচিত্র প্রদর্শনী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

ফটো সাংবাদিক কাকলী প্রধানের তোলা ছবি নিয়ে কক্সবাজারের টেকনাফের দমদমিয়ায় নাফ নদীর পারে তিন দিনব্যাপী ১০০ নদীর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে, যা আগামীকাল রোববার পর্যন্ত চলবে।

শিশুদের সংগঠন ‘ইকরিমিকরি’র উদ্যোগে ও বিআইডব্লিটিএর সহযোগিতায় ‘নদীর প্রাণ আছে, তাকে বাঁচতে দাও’ শিরোনামের এই প্রদর্শনী শুরু হয়।

শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

তিনি বলেন, নদীর প্রবাহ বন্ধ হলে জীবন-জীবিকা, পরিবেশ-প্রতিবেশ সবই হুমকির মুখে পড়বে। বন্ধ হয়ে যাবে অর্থনীতির চাকা। তাই সময় থাকতে নদী বাঁচাতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ আরও কঠোর হবে।’

তিনি বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিআইডব্লিটিএ নদী রক্ষায় শুধু নজরদারি বা আইন প্রয়োগ করেই দায়িত্ব শেষ করছে না, জনসচেতনতা তৈরির কাজও করছে।’

ফটো সাংবাদিক কাকলী প্রধান বলেন, ‘বিপন্ন নদীকে বাঁচিয়ে তুলতে আমি এই উদ্যোগ নিয়েছি। সাধারণ মানুষ নদী রক্ষার ব্যাপারে সচেতন হলে অবৈধ দখলদােররা পিছু হটতে বাধ্য হবে।’

প্রদর্শনীতে আসা কলেজ শিক্ষার্থী ওমর হায়াত বলেন, ‘নাফ নদীর পাড়ে দেশের ১০০ নদী নিয়ে উন্মুক্ত যে প্রদর্শনী, সেখানে এসে শুধু ছবি দেখা নয়, অনেক কিছু শেখাও হয়েছে। প্রদর্শনীর এসব ছবি দেখে নদীর প্রতি দুর্বল হয়ে পড়লাম, নিজের মধ্যে নদী সম্পর্কে একটা সচেতনতাবোধ জাগ্রত হয়েছে।’

স্থানীয় যুবক জসীম উদ্দীন বলেন, ‘ছবিতে নদীদূষণের চিত্র দেখে আমি খুব কষ্ট পেয়েছি। তাই প্রদর্শনীতে আসা লোকদের ব্যবহৃত প্লাস্টিকসহ অন্যান্য আবর্জনা নিজে কুড়িয়ে নিয়েছি বস্তায়, নদীতে পড়তে দিইনি। এখন থেকে অনেক বেশি মানুষকে বোঝাব নদী দূষণমুক্ত রাখতে।’

উদ্যোক্তারা জানান, টেকনাফ ছাড়াও খুলনা, বরিশাল ও ঢাকায় এ ধরনের আরও তিনটি প্রদর্শনী হবে।

এক যুগেরও বেশি সময় ধরে কাকলী প্রধান সাধারণ মানুষের কাছে নদীর বিপন্নতা এবং শিশুদের কাছে নদীর রূপ, প্রকৃতি তুলে ধরার জন্য কাজ করছেন। দীর্ঘ এই সময়ে ধারণ করা বিভিন্ন আলোকচিত্রই স্থান পেয়েছে প্রদর্শনীতে। যেখানে উঠে এসেছে নদীর রূপ-সৌন্দর্য, দখল-দূষণ ও অনিবার্যতা।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১