হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সুমন (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে শহরের লাবণী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটেছে। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের (পর্যটন সেল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

মৃত সুমন ঢাকার বনশালের নয়াপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের বিচ কর্মী বেলাল হোসেন। তিনি জানান, গতকাল সোমবার পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তাঁরা সৈকত পাড়ের হোটেল কল্লোলে উঠেছিলেন।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের (পর্যটন সেল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মোহাম্মদ সুমন দুপুরে তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি ঢেউয়ের তোড়ে সাগরে ডুবে যায়। পরে লাইফগার্ড কর্মীরা বেলা ২টার দিকে সুমনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

নিহতদের নিকটাত্মীয় মোহাম্মদ শাহীন বলেন, ‘গোসলের সময় সুমন সাগরের একটু গভীরে চলে গিয়েছিলেন। তিনি যখন ঢেউয়ের চাপে পড়ে যান, তখন লাইফগার্ড কর্মীদের খবর দিতে দিতেই সাগরে ডুবে যায় সে।’ 

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল