হোম > সারা দেশ > কক্সবাজার

চট্টগ্রামে দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু: পলাতক বাসচালক তিন মাস পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতিতে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের সব সদস্যসহ ১১ জনের প্রাণহানির ঘটনায় পলাতক বাসচালককে তিন মাস পর ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতিতে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের সব সদস্যসহ ১১ জনের প্রাণহানির ঘটনায় পলাতক বাসচালককে তিন মাস পর ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার (৬ জুলাই) রাতে ঢাকার আনসার ক্যাম্প এলাকা থেকে ২৭ বছর বয়সী চালক সোহেল তালুকদারকে গ্রেপ্তার করা হয়। সোহেল ঢাকার দক্ষিণখান এলাকার হানিফের ছেলে।

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর থেকে বাসচালক সোহেল ঢাকায় আত্মগোপনে ছিলেন।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল সকাল ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী দুটি মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার সময় মারা যায় ১০ জন। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় দুটি পরিবারের শিশুসহ সব সদস্যই মারা গিয়েছিল। ঘটনার পরপরই রিল্যাক্স পরিহনের চালক সোহেল তালুকদার পালিয়ে যান।

পরে নিহত ব্যক্তিদের একজনের স্বজন রবিউল হোসাইন বাদী হয়ে লোহাগাড়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।

পুলিশ জানায়, ঈদের ছুটিতে দুটি মাইক্রোবাসে করে নিহত ব্যক্তিরা কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন