হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় গুলি করে কৃষক লীগের নেতাকে হত্যা

চকরিয়া প্রতিনিধি 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ফাঁসিয়াখালীতে কৃষক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ওই ইউনিয়নের হাঁসেরদিঘি ঘোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষক লীগ নেতার নাম ছরওয়ার কামাল (৩৫)। তিনি ওই গ্রামের সৈয়দ নুর সিকদার ছেলে ও ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ মহি উদ্দিন বলেন, রোববার রাতে ছরওয়ার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা ৬-৭ জন লোক দরজা খোলার জন্য ডাকতে থাকতে। এই সময় ছরওয়ার প্রতিবেশী ছাদেককে মুঠোফোনে কল করেন। কিন্তু ছাদেক ফোনের ওপারে কোনো সাড়াশব্দ শুনতে না পেয়ে তাঁর বাড়ির ছাদে উঠে দেখতে পান ছরওয়ারের বাড়ির উঠানে একজন কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। একটু দূরে আরও তিনজন লোককে দাঁড়িয়ে থাকতে যায়। 

মহিউদ্দিন বলেন, তখন ছাদেক ভয়ে ঘরের ভেতরে ঢুকে আমাকে ফোন দেন। এরপর আমি কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে ছরওয়ারের বাড়িতে গিয়ে উঠানে তাঁর লাশ পড়ে থাকতে দেখি। গত রাতে ছরওয়ারের স্ত্রী বাড়িতে ছিলেন না। তিনি কোনাখালী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ওই দিন ছরওয়ার বাড়িতে একাই ছিলেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে ছরওয়ারকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর বুকে একটি গুলি চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক