হোম > সারা দেশ > কক্সবাজার

ক্যাম্পের বাইরে প্রশিক্ষণে অংশগ্রহণ, ৩২ রোহিঙ্গা আটক 

কক্সবাজার প্রতিনিধি

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আশ্রয় শিবিরের বাইরে গিয়ে প্রশিক্ষণে অংশগ্রহনের অভিযোগে কক্সবাজারের উখিয়ায় ৩২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের আদালত পাড়া এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

আটক রোহিঙ্গারা উখিয়া উপজেলার আশ্রয় শিবিরের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুক্রবার সকাল থেকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের আদালত পাড়া সংলগ্ন একটি ভবনে গ্লোবাল ট্রেনিং সেন্টার নামের একটি প্রতিষ্ঠান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের অনুমতি ছাড়া রোহিঙ্গা যুবক-যুবতীদের নিয়ে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করে। এশিয়া প্যাসিফিক অব রিফিউজি ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের সহযোগিতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ জন রোহিঙ্গা আটক করা হয়। এছাড়া দুটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, ৩২টি মোবাইল ফোন ও সংঠনের বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা করা হয়। 

ওসি মো. শামীম হোসেন আরও বলেন, আটক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল