হোম > সারা দেশ > কক্সবাজার

চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে দুলাল

প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালীতে চার বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছিল দুলাল। পাঁচ মাস পর ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মিলেছে। ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উঠে এলে শিশুর পিতা বাদী হয়ে মো. দুলাল মিয়া (২৫) নামের একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামি মো. দুলাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আসামি মো. দুলাল মিয়া কোনাখালী ইউনিয়নের দক্ষিণ জঙ্গলকাটা গ্রামের আবু তাহেরের ছেলে। আজ মঙ্গলবার তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

চকরিয়া থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের দক্ষিণ জঙ্গলকাটা গ্রামে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিকেলে আঞ্জু মিয়ার ৩ বছর ৮ মাস বয়সী কন্যাশিশু নিখোঁজ হয়। নিখোঁজের সাত দিন পর অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি বাড়ির পাশে পুকুরে শিশুটির লাশ ভেসে ওঠে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ওই দিন রাতেই শিশুটির মা অপমৃত্যুর মামলা দায়ের করেন। 

শিশুটির বাবা আঞ্জু মিয়া বলেন, ‘আমার মেয়ের মৃত্যুর কয়েকদিন পর লোকজন বলাবলি শুরু করে, তাকে স্থানীয় দুলাল মিয়া ধর্ষণের পর হত্যা করেছে। এই কথা শোনার পর কথাটি আমলে নিইনি। প্রায় পাঁচ মাস পর ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর নিশ্চিত হলাম, আমার মেয়েকে আসলেই দুলাল ধর্ষণের পর হত্যা করেছে। দুলালের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেছি।’ 

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম বলেন, পাঁচ মাস পর থানায় ময়নাতদন্ত প্রতিবেদন এসেছে। ওই শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ঘটনার পর থেকে দুলাল পলাতক থাকায় তাঁর বিষয়ে সন্দেহ তৈরি হয়। অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ ও হত্যার ধারায় মামলা হয়েছে।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক