হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

ফাইল ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল নেমে মাহমুদুল হাসান (১৬) নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

মাহমুদুল হাসান কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের উত্তর ডিকপাড়ার দিদারুল আলমের ছেলে। সে স্থানীয় পিএমখালী আদর্শ দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

সমুদ্রসৈকতে দায়িত্বরত বিচ কর্মীদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে চলতি মাসে সমুদ্রসৈকতে ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে গত মাসে (সেপ্টেম্বর) তিনজন, আগস্টে দুজন এবং জুলাই ও জুন মাসে একজন করে মারা যায়।

সুপারভাইজার বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাহমুদসহ ছয়জন সুগন্ধা পয়েন্টে নেমে সমুদ্রে গোসল করছিল। এ সময় মাহামুদ অসুস্থ হয়ে পানিতে ভেসে যায়। তাৎক্ষণিক লাইফগার্ড কর্মীরা সাগরে নেমে তাকে উদ্ধার করে জেলা প্রশাসনের অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কক্সবাজার টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত কিশোরের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল