হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার-১: এমপি জাফর আলমের ভোট বর্জন 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বিজিবি ও একটি বিশেষ গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও এজেন্টদের মারধরসহ বের করে দেওয়ার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সরকারদলীয় বর্তমান সংসদ সদস্য, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম।

আজ রোববার বেলা ৩টার দিকে জাফর আলমের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় ভোট বর্জনের ঘোষণা দেন।

আজ সকাল ৮টায় এ আসনে ভোট গ্রহণ শুরু হয়। এ আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম এবার মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন। 

চকরিয়া-পেকুয়াবাসীর উদ্দেশে ভিডিও বার্তায় জাফর আলম বলেন, ‘বিজিবি ও একটি বিশেষ গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে ভোট বর্জন করছি।’ 

তিনি আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ট্রাক প্রতীক নিয়ে ভোটে অংশ নিয়েছিলাম। চকরিয়া-পেকুয়ার মানুষ আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল। এটা বুঝতে পেরে আজ দুপুর ১২টার পর থেকে বিভিন্ন কেন্দ্র দখল করে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ও বিজিবি আমার এজেন্টদের পিটিয়ে বের করে সিল মারে। এমনকি প্রিসাইডিং কর্মকর্তাদেরও নির্মমভাবে আহত করে।’ 

প্রতিরোধ না করে ভোট বর্জন করার বিষয়ে জাফর আলম বলেন, ‘আমি ভাবলাম প্রতিরোধ করতে গিয়ে প্রাণহানি হওয়ার চেয়ে নির্বাচন থেকে দূরে সরে দাঁড়ালাম। আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আমি আপনাদের পাশে ছিলাম এবং পাশে থাকব।’

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি