হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

ওসি মো. মনঞ্জুর কাদের ভূঁইয়া। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

গতকাল রোববার রাত ৮টার দিকে এই আদেশ জারি করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।

এর আগে গত শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে ওসি মনঞ্জুরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন স্থানীয় সংবাদকর্মী মনসুর আলম। তিনি জানান, ওসির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া, একজন সাংবাদিককে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ আছে। ওসিকে অপসারণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন করে চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করতে নির্দেশ দেন। তবে ওই দিন রাতে এক আদেশে চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। একই আদেশে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়ায় দায়িত্ব দেওয়া হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টার মৌখিক নির্দেশ অনুযায়ী ওসি মনঞ্জুরকে প্রত্যাহার না করে উখিয়ায় বদলি করায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ছাড়া দুই ডজন মামলার আসামি শাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইনকে থানার ভেতর ওসির নিজ হাতে খাবার পরিবেশনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাকিল আহমেদ জানান, চকরিয়া থানার ওসি মনঞ্জুরকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্তির আদেশ জারি করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান বলেন, ‘ওসি মনঞ্জুর কাদেরকে প্রথম কক্সবাজারের উখিয়া থানায় বদলি করা হয়। আগের আদেশটি বাতিল করে আবার তাঁকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।’

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক