হোম > সারা দেশ > কক্সবাজার

নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ট্রাকের ধাক্কা, চালক ও হেলপারের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দ্রুতগামী ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী গ্রামের আজিজনগর সেতুতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক এরশাদ মণ্ডল (৩৮) ও হেলপার মো. শিব্বির আহমদ মারুফ (১৯)। এরশাদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গাবলা বাটইবাজার এলাকায়। আর মারুফের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাটের মোহাম্মদপুর গ্রামে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে ৫টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিমেন্টভর্তি একটি ট্রাক কক্সবাজারে দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় সড়কের একটি সেতুতে ধাক্কা খায়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন ট্রাকচালক এরশাদ মণ্ডল ও হেলপার মো. শিব্বির আহমদ মারুফ। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ এবং চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন উদ্ধার করে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাকচালক ও হেলপারের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক