হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে কিল-ঘুষিতে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মুঠোফোনে লুডু খেলাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার সময় কিল-ঘুষিতে নিহত যুবকের হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালাচান্দার মায়ের ঘোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নুর নবী (৪০)। তিনি পেকুয়া উপজেলা রাজাখালী বৈষ্যঘোনা গ্রামের বদর আলমের ছেলে। 

এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে নিহত মো. ইউনুছের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দুজন আসামি হলেন নুর নবী (২৮) ও মৃত নাগু মিয়ার ছেলে জহির আলম (৫০)। 

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হারবাং ইউনিয়নের কালাচান্দার মায়ের ঘোনা এলাকায় মো. ইউনুছসহ কয়েকজন মুঠোফোনে জুয়া খেলছিল। খেলার একপর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এ সময় নুর নবীসহ আর কয়েকজন মিলে মো. ইউনুছকে কিল-ঘুষি মারে। এতে ঘটনাস্থলে নিহত হন মো. ইউনুছ। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘গ্রেপ্তার আসামি নুর নবীকে রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা