হোম > সারা দেশ > কক্সবাজার

পেকুয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

কক্সবাজার ও চকরিয়া প্রতিনিধি

পেকুয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এবিসি (আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া) আঞ্চলিক মহাসড়কের উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মধ্য মাদার্শা এলাকার ফিরোজ আহমদ (৪৯), তাঁর স্ত্রী শাহিনা আক্তার (২৯), ছয় মাস বয়সী ছেলে জাহেদুল ইসলাম, অটোরিকশাচালক পেকুয়া ধনিয়াকাটা গ্রামের মৃত ছৈয়দ আলমের ছেলে মনিরুল মান্নান (২৩) ও উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার গ্রামের বজল আহমদের ছেলে আব্দুর রহমান (৩২)। নিহত ফিরোজ আহমদের দুজন শিশুসন্তান গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজী বাজার এলাকায় বিপরীতমুখী ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ও চালকের মৃত্যু হয়।

ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা আরও বলেন, তাঁদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ