হোম > সারা দেশ > কক্সবাজার

পেকুয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

কক্সবাজার ও চকরিয়া প্রতিনিধি

পেকুয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এবিসি (আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া) আঞ্চলিক মহাসড়কের উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মধ্য মাদার্শা এলাকার ফিরোজ আহমদ (৪৯), তাঁর স্ত্রী শাহিনা আক্তার (২৯), ছয় মাস বয়সী ছেলে জাহেদুল ইসলাম, অটোরিকশাচালক পেকুয়া ধনিয়াকাটা গ্রামের মৃত ছৈয়দ আলমের ছেলে মনিরুল মান্নান (২৩) ও উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার গ্রামের বজল আহমদের ছেলে আব্দুর রহমান (৩২)। নিহত ফিরোজ আহমদের দুজন শিশুসন্তান গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজী বাজার এলাকায় বিপরীতমুখী ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ও চালকের মৃত্যু হয়।

ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা আরও বলেন, তাঁদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে