হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ, আটকা পড়েছেন হাজারো পর্যটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে ভ্রমণে আসা প্রায় এক হাজার পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছেন। আজ সকালে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়নি। যে কারণে সেন্ট মার্টিনে ভ্রমণে আসা হাজারো পর্যটক ফিরতে পারেননি। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজামান বলেন, ‘দুর্ঘটনা এড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্ট মার্টিনে যেতে দেওয়া হয়নি। যেসব পর্যটক টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’ 

ইউএনও আরও বলেন, ‘দ্বীপে অবস্থানকারী হাজারের কাছাকাছি পর্যটক রয়েছেন, যাতে তাঁরা হয়রানির শিকার না হন, সে দিকে খেয়াল রাখা হচ্ছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের না নামতেও নির্দেশ দেওয়া হয়েছে।’ 

চট্টগ্রাম থেকে আসা সিরাজুল ইসলাম ও রাফি দম্পতি আজকের পত্রিকাকে বলেন, নতুন বিবাহ করে হানিমুনে সেন্ট মার্টিনে আসেন তাঁরা। অনিচ্ছা থাকা সত্ত্বেও এখন সেন্ট মার্টিনে কাটাতে হচ্ছে। তাঁরা সেন্ট মার্টিন বিচ ইকোরিসোর্টে অবস্থান করছেন। সেখানে ভালো আছেন বলেও জানান এই দম্পতি। 

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন-টেকনাফ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় অনেক পর্যটককে অনিচ্ছা সত্ত্বেও এখন সেখানে অবস্থান করতে হচ্ছে। তিনি বলেন, দ্বীপে প্রায় এক হাজার পর্যটক রয়েছেন। তাঁদের যেন হয়রানি করা না হয়, সে দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।’ 

সেন্ট মার্টিন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ট্রেনিংয়ের কারণে  তিনি এখন ঢাকায় আবস্থান করছেন। তবে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, পর্যটকদের দেখভাল করার জন্য।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল