বন্যার্তদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করতে গিয়ে কক্সবাজারের চকরিয়ায় নৌকা প্রতীকে ভোট চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে প্রতিমন্ত্রী জনগণের কাছে জানতে চান, ‘আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা চান? এ সময় জনগণ হ্যাঁ সূচক উত্তর দেন। মানুষের ভাগ্যোন্নয়ন ও উন্নয়ন ধরে রাখতে হলে আগামী নির্বাচন আবারও নৌকা প্রতীকে ভোট দিতে হবে।’ তিনি জনগণের কাছে সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন।
আজ শুক্রবার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘চকরিয়ায় ভবিষ্যতে যাতে আর বন্যা না হয়, সে জন্য মাতামুহুরি নদী খনন ও দুই পাড়ে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। এখানকার পুরো ক্ষয়ক্ষতির চিত্র পাওয়ার পর আন্তমন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে কক্সবাজারের জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে।’
মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, সংসদ সদস্য জাফর আলম, আশেক উল্লাহ রফিক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।