হোম > সারা দেশ > কক্সবাজার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: টেকনাফে ৫ ইয়াবা কারবারির বিরুদ্ধে দুদকের মামলা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের পাঁচজন ইয়াবা কারবারির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আজ রোববার দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে চারটি পৃথক মামলা দায়ের করেন।

মামলায় আসামি ৫ ইয়াবা কারবারি হলেন- টেকনাফের নাজির পাড়ার আবদুর রহমান, তার পিতা হাজী মো. ইসলাম, শীলবনিয়া পাড়ার সাইফুল ইসলাম, মৌলভী পাড়ার হাজী ফজল আহমদের ছেলে একরাম হোসেন ও আবদুর রহমান।

দুর্নীতি দমন কমিশনের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সোবেল আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, আসামি আবদুর রহমান ও তার পিতা হাজী মো. ইসলামের বিরুদ্ধে এক কোটি ৩৪ লাখ টাকা, সাইফুল ইসলামের বিরুদ্ধে ৭৯ লাখ ৭০ হাজার টাকা, হাজী ফজল আহমদের ছেলে একরাম হোসেনের বিরুদ্ধে এক কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৪১০ টাকা ও হাজী ফজল আহমদের ছেলে আবদুর রহমানের বিরুদ্ধে এক কোটি ৬৬ লাখ ৭ হাজার ৬১০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।

মামলার বাদী সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, দুদক ৫ আসামিকে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল। কিন্তু ২১ কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ায় এই মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, দুদক তদন্ত করে এই আসামিদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে। এরা প্রত্যেকেই মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ উপায়ে এই সম্পদ অর্জন করেছেন।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে