হোম > সারা দেশ > কক্সবাজার

রামুর সংরক্ষিত বনে হাতির মরদেহ  

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুর সংরক্ষিত বনের ভেতরে বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া এলাকায় পাহাড়ের একটি জলাধারে হাতির মরদেহটির খোঁজ পায় বন বিভাগ। তবে হাতিটি কখন কীভাবে মারা পড়েছে তা জানাতে পারেনি বন বিভাগ। 

বন বিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা আব্দু রশিদ জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় বন পাহারাদারেরা হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয়। পরে ময়নাতদন্তের পর হাতিটিকে মাটি চাপা দেওয়া হয়। 

আব্দু রশিদ বলেন, পায়ে আঘাত এবং সংক্রমণের কারণে হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

খুনিয়া পালংয়ের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হক বলেন, ‘দেখে মনে হচ্ছে দু-একদিন আগে হয়তো হাতিটি মারা গেছে। সামনের বাম পায়ে আঘাতের চিহ্ন এবং রশি দিয়ে পেছানো ছিল বলে শুনেছি।’ 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সারওয়ার আলম বলেন, কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে। 

এর আগে গত ৬ জুলাই একই বনের দরিয়ারদিঘি বনাঞ্চলে একটি বন্য হাতির মৃত্যু হয়। এ ছাড়া গত ৯ জুন চকরিয়া উপজেলার খুটাখালীর সংরক্ষিত বনে দুর্বৃত্তরা একটি হাতিকে গুলি করে হত্যা করে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১