হোম > সারা দেশ > কক্সবাজার

মেরিন ড্রাইভে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষ, পর্যটকসহ নিহত ২ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পর্যটকসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে কিরণ চাকমা (৪০) ও ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসিন্দা জাহিদ (২৭)। জাহিদের স্ত্রী আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক সামি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ পরিদর্শক সামি উদ্দিন বলেন, ‘মেরিন ড্রাইভ সড়কের জাহাজপুরা এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। কিরণ চাকমার মরদেহ তাঁর নিজ বাড়িতে এবং পর্যটকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানতে পারি।’

পুলিশ জানিয়েছে, জাহিদ গত ১৬ মে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন। জাহিদ ও তাঁর স্ত্রী ‘রেন্ট এ বাইক’ থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে ঘুরতে চলে যান মেরিন ড্রাইভ সড়কে। সেখানে দুর্ঘটনার শিকার হন। তাঁর স্ত্রী গুরতর আহত অবস্থায় সদর হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১