হোম > সারা দেশ > কক্সবাজার

কুতুবদিয়ায় বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রতিনিয়ত বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। উপজেলায় গত সেপ্টেম্বর মাসে উপজেলা হাসপাতালে মোট ৭৪১ জন ভর্তি রোগীর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ছিল ৩৯০ জন ও নিউমোনিয়ায় ৩০ জন। এ তথ্য নিশ্চিত করেছেন ওয়ার্ড ইনচার্জ সালাহ উদ্দিন। 

হাসপাতাল ঘুরে দেখা যায়, ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশুদের নিয়ে অস্থির দিন কাটাচ্ছেন অভিভাবকেরা। 

উত্তর ধুরুং থেকে শিশু সন্তানকে নিয়ে গত ২৯ সেপ্টেম্বর থেকে হাসপাতালে আছেন রহিমা। শিশুর ডায়রিয়া কোনোমতেই ভালো হচ্ছে না। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। শুধু তাই নয় কৈয়ারবিল, লেমশীখালী ও আলী আকবর ডেইল থেকে আসা অভিভাবকেরা ডায়রিয়া আক্রান্ত শিশুদের নিয়ে নির্ঘুম রাত্রি যাপন করছেন। 

এ বিষয়ে ওয়ার্ড ইনচার্জ সালাহ উদ্দিন বলেন, গত ১ অক্টোবর মোট ভর্তি ২৮ রোগীর মধ্যে ১৩ জনই ডায়রিয়া আক্রান্ত ছিল। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত সেপ্টেম্বর মাসে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। যদিও এটি একটি মৌসুমি রোগ। এ সময়ে ডায়রিয়ার প্রকোপটা একটু বেশি দেখা যায়। 

ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সকল প্রকার ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দিন দিন রোগীদের চাপ বাড়ছে। 

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১