হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গলা টিপে তরুণকে হত্যা, ২ গোষ্ঠীর সংঘর্ষে আহত-৫ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ এমরান (১৮) নামের এক তরুণকে গলা টিপে হত্যা এবং মিয়ানমারের সশস্ত্র দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে উপজেলার কুতুপালং ২ ইস্ট ও ১৫ নম্বর ক্যাম্পে এসব ঘটনা ঘটে।

যুবকের লাশ উদ্ধার ও পাঁচজন আহত হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পরিত্যক্ত একটি ঘর থেকে গতকাল বিকেল ৪টার দিকে রোহিঙ্গা তরুণ মোহাম্মদ এমরানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ৩ নম্বর ক্যাম্পের জি-৮১ ব্লকের মোহাম্মদ ইদ্রিসের ছেলে। তাঁকে গলাটিপে হত্যা করা হয়েছে। নিহত যুবকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

অন্যদিকে আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৫ নম্বর ক্যাম্পে গতকাল দুপুরের দিকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে দুই দফা গোলাগুলির ঘটনা ঘটে। 

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী বেলাল উদ্দিন (৩৫), উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ওমর হাকিমের এক ছেলে, ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি-৭-এর মো. হোসেনের ছেলে ওমর ফারুক (৩০), ব্লক-৩-এর আবদুর রশিদের ছেলে মো. ইউনুস (২৫), ১১ নম্বর ক্যাম্পের ব্লক-২-এর মো. আলমের ছেলে আবদুল্লাহ (১৮), ১৪ নম্বর ক্যাম্পের আবদুল গনির মেয়ে হামিদা (৫০)। 

ওসি আরিফ হোসেন জানান, আহতদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, সংঘর্ষ ও তরুণ নিহত হওয়ার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১