হোম > সারা দেশ > কক্সবাজার

ছুরিকাঘাতে আহত ২ যুবকের ওপর অ্যাসিড নিক্ষেপ

রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামুতে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এসে দুই যুবকের ওপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে রামু চৌমুহনী ভিক্টর প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর তাঁদের ওপর হামলা করা হয়েছিল। 

আহতরা হলেন দ্বীপ শ্রীকুলের নিরধন বড়ুয়ার ছেলে টিপু বড়ুয়া (৩৪) ও শুভধন বড়ুয়ার ছেলে দীপক বড়ুয়া (৩৩)। 

আহত টিপু বড়ুয়া জানান, চৌমুহনীতে তাঁর মোটর সার্ভিসিংয়ের দোকান বন্ধ করে আরেক সহযোগী দীপক বড়ুয়াসহ দ্বীপ শ্রীকুলে যাচ্ছিলেন তাঁরা। পথে ভিক্টর প্লাজার সামনে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচ-ছয়জন অজ্ঞাত ব্যক্তি এসে তাঁদের ওপর অ্যাসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান। এ সময় তাঁদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে ওই দুই যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। বর্তমানে ওই দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক। 

রামু বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও সমাজকর্মী সুমথ বড়ুয়া বলেন, হঠাৎ করে কে বা কারা এ রকম টার্গেট করে হামলা করছে তা খতিয়ে দেখা জরুরি। এ হামলার ঘটনা চারপাশে থাকা সিসি ক্যামেরা বিশ্লেষণে বেরিয়ে আসতে পারে। 

অ্যাসিড হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রামু শাখার সভাপতি মাস্টার আলম। তিনি বলেন, ‘দুই যুবকের ওপর পরপর হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। তারা চাইলেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারে। শান্ত নগরী রামুতে এমন হামলায় কাউকে গ্রেপ্তার করতে না পারাও প্রশাসনের একধরনের ব্যর্থতা।’ 

আহতদের বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, দুই যুবকের শরীরের ক্ষত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের ওপর অ্যাসিড ছোড়া হয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে। 

এ বিষয়ে রামু থানার পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, অ্যাসিড নিক্ষেপের বিষয়ে এখনো আমরা কিছু জানি না। ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ওই দুই যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছিল। রামু মৈত্রী বিহারের সামনে বাড়ি ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা ওই দুই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ওই ঘটনায় রামু থানায় অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। 

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে