ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্টি ঝোড়ো বাতাসে কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে একটি কনটেইনার জাহাজ ভেসে এসেছে। আজ সোমবার (২৪ অক্টোবর) দুপুর একটার দিকে ছেঁড়া দ্বীপ এলাকার বাসিন্দারা জাহাজটি দেখতে পান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, কনটেইনার জাহাজের খবরটি স্থানীয়রা জানালে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করি। আপাতত আর কিছু বলতে পারছি না।