হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা নারীদের বিয়ে করছে স্থানীয়রা, দম্পতি আটক

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় রোহিঙ্গা নারীদের বিয়ে করছেন স্থানীয় যুবকেরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে এমনি এক দম্পতিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবির থেকে ওই দম্পতিকে আটক করে এপিবিএন সদস্যরা। 

আটকেরা হলেন, টেকনাফ নাইট্যং পাড়া টার্মিনাল এলাকার মৃত নবী হোসেনের ছেলে মো. ইউনুস (৩২) ও নয়াপাড়া নিবন্ধিত শিবিরের এইচ ব্লকের মো. আলমের কন্যা শুকতারা (২২)। ওই যুবকের আরও একজন স্ত্রী রয়েছে। 

১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, ওই তরুণীর পরিবার থেকে অভিযোগ করা হয়, একজন স্থানীয় যুবক রোহিঙ্গা নারীকে অপহরণ করার জন্য তাদের ঘরে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় যুবক ইউনুসকে আটক করে। পরে অনুসন্ধানে ওঠে আসে তাঁরা উভয়ই ২০২০ সালের ডিসেম্বরে নিজেদের সম্মতিতে বিয়ে করেন। বর্তমানে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ইউনুস তাঁর স্ত্রীর খোঁজখবর নিতে রোহিঙ্গা ক্যাম্পে আসে। তখন তাঁর তার স্ত্রী শুকতারা তাঁকে ফাঁসানোর জন্য মিথ্যার আশ্রয় নেন। 

এসপি তারিক আরও বলেন, উভয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, উখিয়া ও টেকনাফের অনেকেই রোহিঙ্গা নারীদের বিয়ে করছেন। এ বিষয়ে ওই এলাকার জনপ্রতিনিধিরা জানান, কাবিন না করে মৌলভির মাধ্যমে দোয়া দরুদ পড়িয়ে রোহিঙ্গা নারীদের বিয়ে করছেন অনেকেই।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে