হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইমন হাসান (১৮) নামের এক ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় শহরের বড় বাজারের পাশে সিকো বরফকলের সামনে তাঁকে ছুরিকাঘাত করা হয়। আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। 

নিহত ইমন কক্সবাজার পৌরসভার উত্তর টেকপাড়া এলাকার বাসিন্দা এবং  বড় বাজারের খরুলিয়া পলিথিন হাউসের মালিক মো. হাছানের ছেলে। ইমন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।  

নিহত ইমনের বাবা মো. হাছানের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে আবদুল্লাহর নেতৃত্বে সাত-আটজন ইমনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ে ইমন বাসায় যাওয়ার পথে সিকো বরফকলের সামনে এঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ শুক্রবার সকালে ইমনের মৃত্যু হয়। 

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক